শিক্ষক দিবসের দিনে প্রাথমিক শিক্ষা পরিষদের গেটে তালা ঝোলালেন বাড়ির মালিক,শোরগোল তমলুকের মানিকতলায়।

0
186

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষক দিবসের দিনে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা পরিদর্শকের গেটে তালা ঝোলালেন বাড়ির মালিক । জানা গেছে সরকারি এই অফিসের নিজস্ব বিল্ডিং না থাকায় তমলুকের মানিকতলাতে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা পরিদর্শক কার্যালয় দীর্ঘদিন ধরেই ভাড়াতেই চলছিল । ২০১৯ সালের পর থেকে বাড়িভাড়া স্বরূপ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা বাকি হয়ে যায়। বকেয়া টাকা আদায়ের জন্য বিকাশ ভবন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি লিখেছেন বাড়ির মালিক । কিন্তু কোনোরূপ সমস্যার সমাধান হয়নি । তাই বাধ্য হয়ে অফিস চলাকালীন তমলুকের মানিকতলা প্রাথমিক শিক্ষা পরিদর্শক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শেখ তহিদুল ইসলাম নামে বাড়ির মালিক । তাঁর বক্তব্য বহুবার এই কার্যালয় অফিসে নোটিশ করেছি একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি করে জানিয়েছি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি । ফলে এই রাস্তা অবলম্বন করতে বাধ্য হয়েছি । শিক্ষক দিবসের দিনে এরকম একটি ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি । তিনি বলেন শিক্ষার প্রতি মানুষের মর্যাদা নৈতিকতা সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে ।আজ শিক্ষক দিবসের দিনে এরকম একটি ঘটনা খুবই দুঃখজনক । আপাতত ওই বিল্ডিংয়ে থাকা প্রাথমিক শিক্ষা পরিদর্শকসহ আরও দুটি দপ্তরকে জেলাশাসক অ্যাপার্টমেন্টে সরিয়ে নিয়ে আসার কথাও জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি । তবে শিক্ষক দিবসের এই মহৎ দিনে শিক্ষাকর্মীদের এভাবে হেনস্থার শিকার যথেষ্টই ধিক্কারজনক ঘটনা বলে মনে করছেন সামাজিক মহল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here