গাড়ি উল্টে গুরুতর জখম চালক।

0
271

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – একটি দুধের গাড়ি উল্টে গুরুতর জখম হলেন চালক। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে ক্যানিং-বারুইপুর রোডের ক্যানিং আমড়াবেড়িয়া এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক সুদীপ হালদার।এদিন সকালে দুধ নিয়ে গাড়িটি বারুইপুর থেকে ক্যানিংয়ের দিকে আসছিল। আচমকা দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনা গ্রস্থ দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে চালক কে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলে চিকিৎসকরা গাড়ির চালক কে কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করেন।কিভাবে এমন দুর্ঘটনা হল সে বিষয়ে গাড়িটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।