তৃণমূলের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা খড়্গপুরে।

0
409

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- তৃণমূলের ব্যানার ছিঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের প্রার্থী রোহন দাসের অভিযোগ যেখানে যেখানে ব্যানার লাগানো হয়েছিল সেই রাস্তা দিয়ে কালকে বিজেপির একটি মিছিল যায় মিছিলের পর এই এই ঘটনা ঘটিয়েছে বিজেপি। গতকাল রাতে তার কর্মী-সমর্থকরা ফোন করে এই ব্যাপার জানায়। উনি গতকাল রাতেই এলাকায় পৌঁছে দেখেন ব্যানার ছেড়া অবস্থায় আছে। গতকাল রাতেই তিনি পুলিশকে এই ব্যাপারে জানান।