প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : অস্বাভাবিক মৃত্যুতে তোলপাড় হাওড়া সহ কলকাতায়। রাতে এক ছাত্রকে তিন তলার ছাদ থেকে ফেলে মারার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে আমতা থানার সারদা দক্ষিন খাঁন পাড়ায়।মৃত যুবকের আনিস খাঁন(২৮)। মৃত যুবকের বাবা সালাম খাঁনের অভিযোগ শুক্রবার রাত ১ টা নাগাদ পুলিশের ড্রেস পড়ে চারজন এসে ছেলে কে ডাকতে থাকে। একজনের হাতে বন্দুক ছিল বলে অভিযোগ করেছেন বাবা। তিন তলায় গিয়ে সেখান থেকে ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন ভিড় জমায়। খবর পেয়ে সকালে আমতা থানার পুলিশ আসে। পরিবার ও স্থানীয় মানুষদের দাবি অবিলম্বে ঘটনার সঙ্গে থাকা অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। স্থানীয়রা জানান আনিস এলাকায় প্রতিবাদি যুবক ছিলেন।