কেশপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

0
352

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে কেশপুর ব্লক এর মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমমেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক কেম্পাহেনাইয়া , সম্মানিত অতিথি হিসেবে কেশপুর ব্লকের বিডিও দীপক কুমার, বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী, বিশিষ্ট সমাজকর্মী ও গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন, সংগঠনের সভাপতি সেখ আব্দুর সফি,সম্পাদক সেখ মনিরুল সহ সংগঠনের সব সদস্য সহ এলাকার বহু ছাত্র ছাত্রী ও বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বসে আঁকো প্রতিযোগিতা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে প্রবন্ধ রচনা,দিবস নিয়ে বক্তব্য পেশ, নৃত্য নাটক। ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। সেই সঙ্গে কি কারনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় তা বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। সেই সঙ্গে ওই সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ শামিল হয়ে ছিলেন বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।