দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিনব উদ্যোগ গ্রহণ করে একটি দৃষ্টান্ত স্থাপন করল।

0
157

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নদী যেমন বহমান ঠিক তেমনি স্কুল জীবনও বহমান। প্রতিটি ছাত্র-ছাত্রীর একটি করে ক্লাস পেরিয়ে নতুন ক্লাসে ওঠে। এই ভাবেই একদিন তারা স্কুল জীবন শেষ করে নতুন পথে পাড়ি দেয়। শুধু উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীরা নয় প্রাথমিক শ্রেণীর ছাত্র-ছাত্রীরা প্রাথমিক শ্রেণীর পড়াশোনা শেষ করে পঞ্চম শ্রেণীতে নতুন স্কুলে গিয়ে ভর্তি হয়। নতুন স্কুলে তারা নতুন ভাবে পথ চলা শুরু করে। প্রাথমিক শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা এই ছোট ছোট খুদের ছাত্র-ছাত্রীদের নিজেদের ছেলে মেয়ের মতো হাতে ধরে প্রথম শ্রেণীতে অ, আ, ক, খ পড়ানো থেকে শুরু করে চতুর্থ শ্রেনী পর্যন্ত পরিয়ে ছাত্র-ছাত্রীদের জীবনের ভিত্তি তৈরি করার কারিগরের হিসেবে কাজ করেন। আর এই ছাত্রছাত্রীরা যখন প্রাথমিক শ্রেণীর পড়াশোনা শেষ করে যখন নতুন স্কুলে ভর্তি হয়। ঠিক তখন ছাত্র-ছাত্রীদের মতোই মন খারাপ হয় শিক্ষক-শিক্ষিকাদেরও। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকারা এই মন খারাপের মাঝেও প্রতিবছর চতুর্থ শ্রেণীর থেকে পাশ করে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নতুন স্কুলে ভর্তি হতে যায় তাদের প্রাথমিক স্কুলের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে অভিনব কিছু উদ্যোগ গ্রহণ করে থাকে।। ২০২২-২৩ শিক্ষাবর্ষের যে সমস্ত ছাত্র-ছাত্রীরা প্রাথমিক স্কুলের পড়াশোনা শেষ করে নতুন স্কুলের পথে পা বাড়ালো তাদেরও প্রাথমিক স্কুলের স্কুল জীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করল। বালুরঘাট ব্লকের প্রত্যন্ত দুর্লভপুর গ্রাম্য এলাকার ছাত্রছাত্রীরা শহরের ছাত্র-ছাত্রীদের মতো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার আনন্দ লাভ করতে পারেনি। ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের কাছে আবদার করেছিল তারাও একদিন অন্যদের মতো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আনন্দ লাভ করতে চায়। ছাত্র-ছাত্রীদের আবদার মেনে বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ এলাকায় একটি ফ্যামিলি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া আনন্দ উৎসবের মধ্যে দিয়ে এই ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করল। ছাত্র-ছাত্রীদের প্রাথমিক স্কুল জীবনের শেষ দিনটি যেন তাদের মনের মনি কোঠায় চির স্মরণীয় হয়ে থাকে সেই লক্ষ্যে দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকাদের এই আয়োজন। বর্তমান পরিস্থিতিতে সবাই যখন নিজেরটা ভাবতে ব্যস্ত ঠিক তখনই দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিনব উদ্যোগ গ্রহণ করে অন্যদের কাছেও একটি দৃষ্টান্ত স্থাপন করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here