স্কুলের কচিকাঁচাদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ফালাকাটা ব্লকের জটেশ্বর ৩ নং অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়।

0
438

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- স্কুলের কচিকাঁচাদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ফালাকাটা ব্লকের জটেশ্বর ৩ নং অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়। মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটির গুরুত্ব সম্পর্কে পড়ুয়াদের অবগত করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন। সোমবার ওই বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ে একটি রেলি বের করা হয়। ওই রেলিটি জটেশ্বর বাজার পরিক্রমা করে জটেশ্বর ফাঁড়িতে পৌছে পুলিশ কর্মীদের সম্বর্ধনা প্রদান করে।এদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয় বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা রিংকু শিল।