এবারের পৌর নির্বাচনে তাম্রলিপ্ত পৌরসভার ১৫৮ বছরের পূরণ করে গড়বে নতুন ইতিহাস।

0
326

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত (তমলুক) পৌরসভা,এই পৌরসভার মোট ২০টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে ভোটারের সংখ্যা রয়েছে ৫৪ হাজার ৭১৯ জন, দীর্ঘদিন ধরে এই পৌরসভা ডান পন্থীরা শাসন করে এসেছে। মাঝে মধ্যে বাম পন্থী কিছু কাউন্সিলর থাকলেও সব সময়ই চালকের আসনে ডান পন্থীরা নেতৃত্বরা থেকেছে।গত পনের বছর হল তৃণমূল কংগ্রেস তাম্রলিপ্ত
পৌরসভা দখল করে আসছে।
দুই একজন অন্য দল থেকে জিতলেও পরে কোন না কোন নেতার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিরোধী শূন্য করেছে।
কিন্ত ২০২২ তাম্রলিপ্ত পৌরসভার ভোটের ময়দানে লড়াইটা কিন্ত জমে উঠেছে। তার অন্যতম কারণ তাম্রলিপ্ত পৌরসভার কুড়িটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পুরোন কর্মীর সাথেই বেশী ক্ষেত্রেই লড়াই তৃণমূল ছেড়ে আসা বিজেপির প্রার্থীদের। যেমন তাম্রলিপ্ত পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র যুব নেতা অঞ্জন প্রামাণিকের লড়াই।
অঞ্জন প্রামাণিক এবারে বিজেপির প্রতীক নিয়ে লড়াই করছে তৃণমূলের চার বারেরছ জেতা বর্তমানে তাম্রলিপ্ত পৌরসভার বোর্ড অফ চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের সাথে।যেখানে তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সামনে রেখে ভোটের লড়াইয়ে ময়দানে।
অন্যদিকে বিজেপির লড়াইয়ের হাতিয়ার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে, পাশাপাশি আগামী দিনে উন্নয়নের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রচার করছেন, অন্যদিকে বামফ্রন্ট ও কংগ্রেসের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে নেতাকর্মীরা,
এক সময়ে এই তাম্রলিপ্ত (তমলুক) পৌরসভাতে এসেছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বোস।আজও সেই সৃতি বহন করছে তমলুক পৌরসভা। তাই পূর্ব মেদিনীপুর জেলার
জেলা শহর তমলুকে তাম্রলিপ্ত পৌরসভার পৌর নির্বাচন জমে উঠেছে।হাতে সময় খুব কম তাই কেউই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই মর্মে চলছে জোড় কদমে ভোট প্রচার।