তৃণমূলের ব্যানার পতাকা ছেড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য তাহেরপুর পৌরসভায়।

0
317

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে তৃণমূলের ব্যানার ও পতাকা ছেড়া কে কেন্দ্র করে চাঞ্চল্য নদীয়ার তাহেরপুর পৌরসভায়। জানা যায় গতকাল গভীর রাতে তাহেরপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর প্রচার এর ব্যানার এবং দলীয় পতাকা ছিড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। একাধিক জায়গায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সকালের নজরে পড়ে এলাকার স্থানীয় বাসিন্দাদের। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তৃণমূল প্রার্থী এবং তাহেরপুরের শীর্ষ নেতৃত্বরা। এ বিষয়ে তাহেরপুর শহর তৃণমূল সভাপতি পরিতোষ ঘোষ বলেন, দীর্ঘদিন ওই পৌরসভা বামেদের দখলে ছিল। সেই কারণে মানুষ কোন পরিষেবা পাচ্ছিল না। সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। এই কারণেই সমাজবিরোধীরা মানুষকে ভয় দেখাতে এবং তৃণমূল কর্মীদের ভয় দেখাতে রাতের অন্ধকারে এই কাজ করছেন। ইতিমধ্যেই আমরা তাহেরপুর থানায় পুরো বিষয়টি জানিয়েছি। একটি লিখিত অভিযোগ করছি যাতে যারা এই ঘটনায় যুক্ত ওই দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পাশাপাশি তিনি বলেন তাহেরপুর পৌরসভা এবার তৃণমূলের দখলে আসবে এটা নিশ্চিত। যদিও তৃণমূলের করা অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here