পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বড় মোহনপুরে,বড় মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের চলছে টিকাকরণ প্রক্রিয়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক নয়।তবে বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক ভাল।তাই বিভিন্ন স্কুল কলেজ বিদ্যালে আবার পুনরায় পঠন পাঠন চালু হয়েছে।তবে এরই মাঝে কভিড পরিস্থিতি আর পুনরায় যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।তার জন্য এখনো পালন করা চলছে বিভিন্ন সুরক্ষাব্যবস্থা।সেইমতো আজ অর্থাৎ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বড় মোহনপুরে,বড় মোহনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের চলছে টিকাকরণ প্রক্রিয়া।ইতিমধ্যে দুই ভাগে এই টিকাকরণ প্রক্রিয়া চলছে।আজ তাঁর দ্বিতীয় দিন।জেলা শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্যভবনের নির্দেশ অনুসারে আজকের টিকাকরণে প্রায় সাতশো জন ছাত্রছাত্রীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ।তবে আজকের এই টিকাকরণে শুধুমাত্র উক্ত স্কুলের বিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়।পাশাপাশি যে সকল বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভ্যাকসিন নেয়নি বা কোনো কারণে ভ্যাকসিন নিতে পারেনি তারাও এই শিবিরে অংশগ্রহণ করে আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিল বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মোদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *