আন্তর্জাতিক ডাক পরিষেবা কেন্দ্র উদ্বোধন শ্রীমায়াপুরের ভক্তদের জন্যে।

0
355

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে ও নদিয়ার মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণে খোলা হলো অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক ডাক পরিষেবা কেন্দ্র। যার ফলে এবার থেকে বিদেশে প্রয়োজনীয় চিঠিপত্র বা সামগ্রী আদান-প্রদান করার ক্ষেত্রে সরাসরি সুবিধা পাবেন ইসকন মন্দির আশ্রিত প্রায় সাত হাজার বিদেশি আবাসিক ভক্তবৃন্দেরা। আগে বিদেশের মাটিতে প্রয়োজনীয় কোন সামগ্রী চিঠিপত্র পাঠাতে গেলে ভক্তবৃন্দদের নির্ভর করতে হতো কৃষ্ণনগর বা নবদ্বীপ ডাক বিভাগের উপর। ফলে মায়াপুর থেকে ভক্তবৃন্দ দের সময় ও অর্থ ব্যয় করে ছুটে যেতে হতো কৃষ্ণনগর বা নবদ্বীপে।

মন্দির প্রাঙ্গণে ডাক বিভাগ কেন্দ্র প্রতিষ্ঠা হওয়াতে ইসকন মন্দির আশ্রিত বিদেশি ভক্তবৃন্দরা এখান থেকেই যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি ডাক বিভাগের এই কেন্দ্রের মাধ্যমে জীবন বীমা থেকে শুরু করে আধার কার্ড লিঙ্ক পরিষেবা ও পাবেন তাঁরা। মন্দির প্রাঙ্গণে ডাক বিভাগ কেন্দ্র তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ইসকন মন্দির আশ্রম ভক্তবৃন্দ থেকে শুরু করে সকলে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা মুখ্য ডাক বিভাগ কেন্দ্রের সর্বময় কর্তা ব্যক্তি ছাড়াও ইসকন মন্দির কর্তৃপক্ষ গন।