টোটো চালকদের নিয়ে কালিয়াগঞ্জ তৃনমূল কংগ্রেসর শ্রমিক সংঠনের শহর সভাপতি সজল সাহার উদ্যোগে বিশাল মিছিল।

0
258

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আর মাত্র সময়ের অপেক্ষা তারপরই কালিয়াগঞ্জ পৌরসভা ভোট। কালিয়াগঞ্জ শহরের পৌরসভার ভোটকে কেন্দ্র করে টানটান উত্তেজনা।
কালিয়াগঞ্জ এর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কার দখলে হবে কালিয়াগঞ্জ পৌরসভা। বিগত দিনের কালিয়াগঞ্জ এর পৌরসভা কিন্তু কংগ্রেসের দখলে ছিল তারপর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে কংগ্রেসের কাউন্সিলররা তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তৃণমূল কংগ্রেসের দখলে কিন্তু পৌরসভার ছিল। এবারের দেখার বিষয় কালিয়াগঞ্জ এর পৌরসভা কার দখলে হয়। 17 টি ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে তৃণমূল কংগ্রেসের আইএন টিটি ইউসি টোটো মোটার শ্রমিক সংঠনের পক্ষ থেকে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরি হাই স্কুল ময়দান থেকে টোটো ও টোটো চালক দের নিয়ে কালিয়াগঞ্জ তৃনমূল কংগ্রেসর শ্রমিক সংঠনের সহর সভাপতি সজল সাহা উদ্যোগে বিশাল মিছিল।