মদ্যপ অবস্থায় রেলে কাটা পড়ে মৃত্যু।

0
368

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় অবস্থিত রেল ঘুমন্টি এলাকায় মোহন রবিদাস নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় রেলে কাটা পড়ে। আনুমানিক বয়স 45 এর কাছাকাছি।রেল ঘুমটি এলাকায় প্রায় মানুষ মদ্যপ অবস্থায় রেলে কাটা পড়ে এমনই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রেল ঘুমটি এলাকায় বেশ কয়েকটি বাড়িতে চোরাই মদ বিক্রি করা হয়। রেল ঘুমটি এলাকার লোকেরা প্রায় বাড়ির লোকেরা মদ্যপ অবস্থায় রেল লাইনের ধারে শুয়ে থাকে রেললাইন হচ্ছে বিপদজনক নাইন।রেললাইনের পাশে বেশ কয়েকটি বাড়িতে দীর্ঘদিন চোরাই মদ বিক্রি করা হয়,শুধু মোহন রবিদাস না রেল গুমটির এলাকার প্রায় গনা 25শে মানুষ রেলে কাটা পরেছে। তাই দ্রুত তাড়াতাড়ি প্রশাসনের কাছে আবেদন যে এই রেললাইন বিপদজনক লাইনের ধার থেকে মদের ভাটি তুলে দেওয়া হোক।