অপহৃত নাবালিকাকে উদ্ধার করে অপহরণকারী যুবককেও গ্রেপ্তার করলো পুলিশ।

0
296

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – অপহৃত নাবালিকাকে উদ্ধার করে অপহরণকারী যুবককেও গ্রেপ্তার করলো পুলিশ। সুন্দরবনের শেষ প্রান্তের মৈপীঠ উপকূল থানার পুলিশ সুদূর হরিয়ানা রাজ্যে অভিযান চালিয়ে বিশ্বজিৎ ভূঁইয়া নামে অপহরণকারী যুবককে গ্রেপ্তার করেছে।ধৃতের বাড়ি পাথরপ্রতিমার লক্ষ্মীপুরে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি কুলতলির বৈকন্ঠপুরের বাসিন্দা সাধন মণ্ডল মৈপীঠ উপকূল থানায় লিখিত অভিযোগ করে জানান ‘তার ১৬ বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করা হয়েছে। তিনি অভিযোগের আঙুল তোলেন পাথরপ্রতিমার লক্ষ্মীপুরের বাসিন্দা যুবক বিশ্বজিৎ ভুঁইয়ার দিকে।’ অপহরণের অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। অপহরণ কান্ড নিয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে নিয়ে ভিন্ রাজ্যে পালিয়েছে। খোঁজ শুরু হয় ওই নাবালিকার। তদন্তে উঠে আসে ওই নাবালিকাকে হরিয়ানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই ‘শক্তি বাহিনী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এবং হরিয়ানা পুলিশের সাহায্যে মৈপীঠ উপকূল থানার সাব ইন্সপেক্টর বলরাম মণ্ডলের নেতৃত্বে পুলিশ কর্মীরা হরিয়ানায় গিয়ে প্রথমে ওই নাবালিকাকে উদ্ধার করে। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত অপহরণকারী বিশ্বজিৎ ভূঁইয়াকে। তাকে ট্রানজিট রিমান্ডে বারুইপুরে নিয়ে আসা হয়েছে। ওই নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।