ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মধ্যে ছেলেকে ফেরাতে ভারত সরকারের কাছে আবেদন ভূঞাখালী গ্রামের অর্ণবের পরিবার।

0
307

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মাঝে ইউক্রেনে আটকে রয়েছে বহু ভারতীয়,পাশাপাশি আটকে রয়েছে বহু ছাত্র,এমত অবস্থায় ইউক্রেনে মেডিকেল স্টুডেন্ট অর্ণব মান্নাকে ফেরাতে ভারত সরকারকে আবেদন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভূঞাখালী গ্রামের পরিবার, ইতিমধ্যেই ভারতীয়দের নিরাপদ জায়গায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে ইউক্রেনের তরফ থেকে, জানা গিয়েছে ভূঞাখালী গ্রামের বাসিন্দা কঙ্কন মাইতির ছেলে ২২ বছর বয়সী অর্ণব মান্না ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছি ইউক্রেনে, এই মত অবস্থায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় কার্যত উদ্বিগ্ন পরিবার, অর্নবের বাবা কঙ্কন মান্নান জানান যেসব ছাত্র ছাত্রীরা আটকে পড়েছে তাদের যাতে ভারত সরকার ফ্রী নিয়ে আসার ব্যবস্থা করে তার আবেদন করছি। কার্যত এক কথায় বলা যেতে পারে দুই দেশের যুদ্ধ সৃষ্টি হওয়ার ফলে ছেলেকে নিয়ে কার্যত দুশ্চিন্তায় পরিবার।