এম্বুলেন্সের ধাক্কায় আহত ২ সাইকেল আরোহী।

0
265

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- এম্বুলেন্স হচ্ছে রোগীকে সময়ে হাসপাতালে পাঠিয়ে জরুরি পরিষেবা দেওয়া একটি গাড়ী। এই গাড়ির চালকদেরও খুব দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হয়। কিন্তু চালক যদি মদ্যপ অবস্থায় এম্বুলেন্স চালান তাহলে রোগীর বা সাধারণ মানুষের অবস্থা কী হবে? এমনই চিত্র ধরা পড়ল গতকাল রাত্রে বীরভূম জেলার দুবরাজপুর থানার পণ্ডিতপুর মোড়ে। জানা যায়, একটি সাইকেলে করে দুজন কাজ সেরে দুবরাজপুর থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু উলটো দিক থেকে আসা একটি এম্বুলেন্স সজোরে ধাক্কা মারে ঐ সাইকেল আরোহীদের। দুইজন ছিটকে পড়েন এবং সাইকেলটি এম্বুলেন্সের চাকার তলায় ঢুকে যায়। একজনের অল্পবিস্তর লাগলেও অন্যজন গুরুতর আহত হন। এক কথায় প্রাণে বেঁচে যান তাঁরা। তড়িঘড়ি স্থানীয় মানুষজন আহতদের দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। এদিকে চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে।