গোসাবায় পদ্মশ্রী তুষার কাঞ্জিলাল এর স্মৃতিতে রক্তদান শিবির।

0
869

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – শুক্রবার গোসাবা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুন্দরবন বাঁচাও আন্দোলন বাস্তবায়নের চিন্তানায়ক প্রয়াত পদ্মশ্রী তুষার কাঞ্জিলালের স্মৃতিতে গোসাবায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ৩৫ জন মহিলা সহ মোট ১৩৬ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন গোসাবা গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুপদ প্রসাদ মণ্ডল, গোসাবা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৈলাস বিশ্বাস, গোসাবা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক পঙ্কজ মণ্ডল প্রমুখ।