সুদীপ সেন, বাঁকুড়া:- আলিয়া বিশ্ব বিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র নেতা আনিস খান কে যেভাবে হত্যা করা হলো তার প্রতিবাদে সারা রাজ্যের ছাত্র যুবরা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ ও আন্দোলনে সামিল হয়েছে।
বাদ নেই বাঁকুড়া জেলাও।
বাঁকুড়া শহর, শালতোড়া এবং ছাতনা DYFi লোকাল কমিটির পক্ষ থেকেও হয়েছে রাস্তায় নেমে বিক্ষোভ ও প্রতিবাদ।
২৪ ই ফেব্রুয়ারী DYFI ছাতনা লোকাল কমিটির পক্ষ থেকে ঝাঁটিপাহাড়ী থানার সামনে আনিস হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।
তাদের দাবি ছিল আনিসের খুনি দের গ্রেপ্তার করতে হবে।
অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে।
দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সায়নদীপ খাঁ, অনির্বাণ সেন, বাপ্পাদিত্য রক্ষিত ,পরেশ হাঁসদা, সুমনা সেনগুপ্ত ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
Leave a Reply