নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ছোট ছোট সভা ও জনসংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী প্রকাশ দাস। বৃহস্পতিবার সংশ্লিষ্ট ওয়ার্ডের ২ নম্বর কলোনি বাজার এলাকায় ছোট সভা করেন। তারপর বাজার এলাকায় প্রচার চালিয়ে যান। হাতে গোনা কয়েকজনকে নিয়েই প্রচার চালাচ্ছেন প্রার্থী প্রকাশ দাস। তিনি বলেন, ‘আমরা প্রাচুর্যে বিশ্বাসী নয়। যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছতে চেষ্টা করছি আমরা। মানুষ এখন আবার বামফ্রন্টকেই চাইছে। ইতিমধ্যে আমরা ইস্তেহার প্রকাশ করেছি। যে সব কাজ দীর্ঘদিন ধরে শাসক দল করে নি, আমরা সেই সব কাজ সম্পূর্ণ করতে চাই।’
Leave a Reply