আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ছাতনা মোড় থেকে শুশুনিয়া যাওয়ার মাঝে ছাতনা রেল ফটক এর কাছে শনিবার সকাল আনুমানিক ১০:৩০ নাগাদ Chennai express এ বছর ৫৫ বয়সের দুর্গা বাউরী নামে এক রেলের গ্রুপ ডি মহিলাকর্মী ট্রেনে কাটা পড়ে। ছাতনা জমাদার পাড়ায় বাড়ি । স্থানীয় সূত্রে জানা গেছে তিনি রেলের কাজ করতেন। ঘটনার খবর পাওয়ার পরই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল পুলিশ। I রেল কর্তৃপক্ষের তরফ থেকে ১০ হাজার টাকা অন্তিম কার্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয় দেহটিকে।
ছাতনা রেল ফটকের কাছে চেন্নায় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক মহিলাকর্মীর।

Leave a Reply