সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা কেমন? খতিয়ে দেখতে পরিদর্শনে নবনির্বাচিত সভাধিপতি।

চাঁচল, নিজস্ব সংবাদদাতা:- সভাধিপতির দায়িত্ব পাওয়ার পর সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শনে আসলেন মালদা জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি এটিএম রফিকুল হোসেন।শনিবার দুপুরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান সভাধিপতি রফিকুল হোসেন। এই দিন তিনি হাসপাতালের পুরুষ ও মহিলা বিভাগগুলিতে যান এবং রোগীদের সঙ্গে কথাও বলেন তিনি।পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো খতিয়ে দেখেন।

উল্লেখ্য,প্রায় এক সপ্তাহ আগে হাসপাতালের বাইরে প্রতীক্ষালয় ও পানীয় জলের ব্যবস্থা নিয়ে সরব হয়েছিল রোগীর পরিজনেরা।সেই খবর সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছিল।এদিন সেইসব সমস্যার কথাগুলি নয়া সভাধিপতি কে জানানো হলে তিনি জানান,সদ্য সভাধিপতিতে নির্বাচিত হয়েছি। হাসপাতালের সমস্যা অপরিকাঠামোর দিক গুলি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠকে বসব। পাশাপাশি রোগী প্রতীক্ষালয় এবং পানীয় জলের ব্যবস্থা দ্রুত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এদিন মালদা জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি এটিএম রফিকুল হোসেন কে হাসপাতালে পক্ষ থেকে উত্তরীয় ফুলের স্তবক দিয়ে সন্মান জানান হাসপাতাল সুপার কুমারেশ ঘোষ সহ অন্যান্য চিকিৎসকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *