কাঁথি জাতীয় বিদ্যালয়ে ভোট দিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি।

0
678

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ভোটগ্রহণ শুরু হতেই সকাল সকাল ভোট দিয়ে দিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, এইদিন কাঁথি পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের কাঁথি জাতীয় বিদ্যালয়ে ভোট দিলেন মৎস্য মন্ত্রী, ভোট দেওয়ার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শান্তিপূর্ণভাবে ভোট চলছে মানুষ লাইন দিয়ে ভোট দিচ্ছেন, তবে এখনো কোনো অশান্তির খবর পাওয়া যায়নি, পাশাপাশি বিজেপির অভিযোগ বহিরাগত দিয়ে ভোট করানো হচ্ছে, সেই প্রসঙ্গে মৎস্য মন্ত্রী বলেন যদি অভিযোগ থাকে তাহলে জানাতে পারেন নির্বাচন কমিশন সঠিক ব্যবস্থা নেবে। পাশাপাশি সকাল থেকে মহিলা থেকে পুরুষেরা লম্বা লাইন দিয়ে ভোট দিচ্ছেন, তবে অশান্তির ভয়ে কি ভোট,দিচ্ছেন এই প্রসঙ্গে তিনি বলেন সকাল সকাল ভোট পর্ব সেরে নিতে চাইছে এলাকার মানুষ তাই সকাল সকাল লম্বা লাইন দিয়ে ভোট দিচ্ছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here