তাম্রলিপ্ত পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল বিজেপির উত্তেজনার পরিস্থিতি,ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ।

0
211

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- পৌর ভোটের শেষ লগ্নের ভোটে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের চককামিনা বিদ্যালয় বুথে, বুথের সামনে জড়ো হয়ে উত্তেজনা ছড়ায় বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থক রা, পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে, পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ, এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।