তুফানগঞ্জে বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ, বিধায়িকাকে বাধা পুলিশের।

0
193

তুফানগঞ্জ, নিজস্ব সংবাদদাতা: তুফানগঞ্জ পৌরসভায় 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাকে অপহরণের অভিযোগ। সকাল নিখোঁজ ওই বিজেপি প্রার্থী। তুফানগঞ্জে পঞ্চায়েত এলাকায় দাঁড়িয়ে এই অভিযোগ করলেন তুফানগঞ্জ 9 নং বিধানসভার বিধায়িকা মালতি রাভা রায়। প্রসেনজিৎ বসাকের স্ত্রী ও  পরিবারের লোকজন তুফানগঞ্জ  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মালতি রাভা রায় বলেন, তিনি কুচবিহারের ভোটার হওয়ায় তাকে তুফানগঞ্জ এ ঢুকতে দেওয়া হচ্ছে না, গতকাল রাতেই পুলিশ প্রশাসন থেকে বাধা দেওয়া হয়েছে। তাই তিনি পঞ্চায়েত এলাকায় দাঁড়িয়ে রয়েছেন। তুফানগঞ্জের ১২ টি ওয়ার্ড এ, বেশিরভাগ বুধেই  বিজিপির এজেন্ট কে হুমকি দিয়ে ,ভয় দেখিয়েদিয়ে বের করে দেওয়া হয়েছে। তুফানগঞ্জ এ ভোটের নামে প্রহসন হচ্ছে। পুলিশ প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here