তৃনমূল পার্থীকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএম প্রার্থীর বিরুদ্ধে, চাঞ্চল্য।

0
218

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে তৃনমূল পার্থীকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএম প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মুখার্জি বলেন দীর্ঘক্ষন ধরে হুমকি দেওয়া হচ্ছিল সিপিআইএম প্রার্থী এবং তাঁদের দলবদলের তরফ থেকে। পর হঠাৎ আক্রমণ চালায় সিপিআইএম প্রার্থী মৌমিতা দাস। কার্যত মাটিতে ফেলে জুতো দিয়ে মারধর করা হয় তৃণমূল প্রার্থীকে এমনটাই অভিযোগ। যদিও তৃণমূল প্রার্থী তোলা অভিযোগ অস্বীকার করেছে মৌমিতা মাহাতো দাস। তিনি বলেন তৃণমূল প্রার্থী বহিরাগতদের এনে চাপা দেওয়ার চেষ্টা করছিল। আমরা হাতেনাতে একজনকে ধরে ফেলি। তাকেই ছাড়াতে এসেছিল তৃণমূল প্রার্থী তখন ধাক্কা লেগেছে পড়ে যায়। তাকে মারধোর করা হয়নি। ঘটনার জেরে গোটা বুথ চত্বর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।