নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পৌর নির্বাচনকে কেন্দ্র করছে অবাধে ছাপ্পা ভোট ও রেগিং করার অভিযোগে সিপিআইএমের পথ অবরোধ রানাঘাটে। প্রথমদিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রবিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে নদীয়ার রানাঘাট পৌরসভার ১০, ১১ ও ১৭ নম্বর বুথে অবাধে ছাপ্পা ভোট ও রেগিং চালানোর অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। মূলত তারই প্রতিবাদে এই দিন সন্ধ্যায় রি-পোলের দাবিতে রানাঘাট কোর্ট মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সিপিআইএম কর্মী সমর্থকরা। পথ অবরোধের কারণে স্বাভাবিকভাবেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরতলীতে।