সাইবার অপরাধ ঠেকাতে মেদিনীপুর কলেজে সেমিনারের আয়োজন, উপস্থিত জেলা পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

0
238

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- সাইবার অপরাধ ঠেকাতে শুক্রবার মেদিনীপুর কলেজ প্রাক্তনির উদ্যোগে একটি সেমিনারে প্রতারক চক্রের কবলে পড়লে কিভাবে বেরিয়ে আসতে হবে তা ছাত্র ছাত্রী ও অধ্যাপকদের জানানো হয়।
কি কি ভাবে মানুষ সাইবার প্রতারনার শিকার হন তা নিয়ে একটি তথ্য চিত্র দেখানো হয়।
বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র বেরা , কলেজ প্রাক্তনীর সম্পাদক কুণাল ব্যানার্জি , অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ , ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত সহ আধিকারিকবৃন্দ।
জেলা পুলিশ সুপার জানান , এই ধরণের সেমিনার ব্লক স্তরে অনুষ্ঠিত হবে।
সাইবার প্রতারনা নিয়ে অডিও, ভিডিও র মাধ্যমে সাধারণ দর্শকদের সামনে সুন্দর করে উপস্থাপনা করেন প্রবেশনারি আই পি এস কে জি মিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here