বৃহৎ লক্ষ্মী পেঁচা উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিলেন গ্রামবাসীরা।

0
390

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – শনিবার ভোরে একঝাঁক কাকের বিকট চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল ক্যানিংয়ের হাটপুকুরিয়া পঞ্চায়েতের পিয়ারের মোড় এলাকার বাসিন্দা জাকির মোল্লার।ঘুম চোখে বাইরে বেরিয়ে দেখতে পায় তার ঘরের বারান্দায় বৃহদাকার একটি লক্ষ্মীপেঁচা গুটিসুটি মেরে কাক এর হাত থেকে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে।
একঝাঁক কাক এর হাত থেকে পেঁচাটি উদ্ধার করেন। পরে গ্রামেরই যুবক সাহাবুদ্দিনের সাথে পরামর্শ করে অক্ষত অবস্থায় পেঁচাটি শনিবার রাতে এলাকার এক নির্জনস্থানে ছেড়ে দেয়।
জাকির জানিয়েছে কাক এর হাত থেকে পেঁচা কে বাঁচিয়ে নির্জনস্থানে ছেড়েদিয়েছি। সেই মুহূর্তে কাক এর চিৎকারে ঘুম না ভাঙলে পেঁচা কে মেরে ফেলতো কাক এর দল।