ভোট দিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

0
153

কোচবিহার, ২৭ ফেব্রুয়ারিঃ রাজ্যের ১০৮ টি পৌরসভার সাথে কোচবিহার জেলার ৫ টি পৌরসভায় ভোট। আজ সকাল ৭টায় শুরু হয় ভোট। সেই মতে আজ সাড়ে আটটায় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা ৮ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ ভোট দান করেন। এদিন সকাল সকাল তিনি ভোট দিতে গেলেন কোচবিহার শ্রী হিন্দি বিদ্যালয়ে।

এদিন ভোট দিয়ে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন,শান্তিপুর্ন ভাবে ভোট হচ্ছে, ভোট একটা গণতন্ত্রের উৎস। তৃণমূল কংগ্রেস গণতন্ত্র বিশ্বাস করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের ভীত শক্ত করা , গণতন্ত্রের প্রতি বিশ্ব সংস্থার প্রতিষ্ঠা করা। আমরা লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ভোট করা সেইভাবেই ভোট হচ্ছে। সব মানুষ ভোট দিতে আসছে তবে মন মতন প্রার্থীকে ভোট দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here