সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের চুনাখালি গ্রাম পঞ্চায়েতের বড়িয়া বাজার ফুটবল ময়দানে শনিবার বিকালে শুরু হল বিরষা মুন্ডা ও টুসুমেলা।এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জোলনের মধ্যদিয়ে যৌথভাবে মেলার সূচনা করেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল ও সমাজসেবী বাপ্পাদিত্য নস্কর।
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিতি ছিলেন রাজ্য আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি তথা বঙ্গভূষণ বিরষা তিরকে,শিক্ষারত্ন পুরষ্কার প্রাপ্ত শিক্ষক অমল নায়েক,ভোলানাথ পান্ডে,পবন সরদার, নিমাই মালী, বাসন্তী থানার আইসি আব্দুর রব খান, আব্দুল মান্নান গাজী,চুনাখালি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নরেশ চন্দ্র নস্কর,বিশিষ্ট সমাজসেবী মৌলুদ ঘরামী,অমৃত সরকার, অরুণ মন্ডল, জেলা পরিষদ সদস্যা নীলিমা মিস্ত্রী বিশাল শিক্ষক ও সমাজসেবী আব্দুল মাজেদ মোল্লা সহ বিশিষ্টরা। বিরষা মুন্ডা স্মৃতিরক্ষা সমিতি আয়োজিত পাঁচ দিনের এই মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।২৭ তম বর্ষের এই মেলায় বিশেষ আকর্ষণ মোরগ লড়াই,আদিবাসী নৃত্য,বিরষা মুন্ডা ও টুসু কে নিয়ে বিভিন্ন গান।