নির্বাচন কমিশনের কাছে বার্তা পাঠালো জেলা কংগ্রেস ।

0
301

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভোট গ্রহণের দিনে ই ভি এম ভাঙা থেকে বুথ দখল ,শহর জুড়ে মুখে কালো কাপড় বাধা দুষ্কৃতীদের তাণ্ডপের সমস্ত তথ্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠালো জলপাইগুড়ি জেলা কংগ্রেস,
পাশাপাশি দু তারিখে ভোট গণনাকে নিয়ে আগাম উৎকণ্ঠা প্রকাশ করা হলো।
সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন টাই জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি তথা
সদ্য সমাপ্ত পুর নির্বাচনের প্রার্থী পিনাকী সেনগুপ্ত।
ভোট গ্রহণের দিনে জলপাইগুড়ি শহরে যা ঘটেছে তা জলপাইগুড়ির সংস্কৃতির পরিপন্থী নয় বলে মনে করেন ন্যাটো কর্মী তথা জেলা কংগ্রেস সভাপতি।
মুখে কালো কাপড় বাধা যে সব দুষ্কৃতীদের শহরে এনে শাসক দল ভোট লুঠ করালো, তাদের বিরুদ্ধে এই ঐতিহ্যবাহী শহরের সুশিল সমাজ অবশই প্রীতিবাদ করবে বলে জানান তিনি।