পুরসভা নির্বাচনে লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার বাংলা বনধ ডাকে বিজেপি।বনধের সমর্থনে সোমবার সকালে পথে নামে বিজেপি কর্মীরা।

0
285

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পুরসভা নির্বাচনে লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার বাংলা বনধ ডাকে বিজেপি।বনধের সমর্থনে সোমবার সকালে পথে নামে বিজেপি কর্মীরা। জটেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে গাড়ি আটকে বনধ করতে যায় বিজেপির কর্মী সমর্থকরা। যদিও জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ বনধ সমর্থনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।বনধকে বিফল করতে অপরদিকে পথে নেমে পড়েছে তৃণমূল কর্মী সমর্থকরা। দুই দলের মধ্যে বনধ কে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সময়িক কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তেজনা প্রশমিত করতে এলাকায় পুলিশ প্রশাসনকে টহল দিতে দেখা যাচ্ছে।