বাজার স্বভাবিক রাখতে পথে নামলো তৃণমূল।

0
268

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গতকাল রাজ্যের ১০৮ টি পৌরসভা নির্বাচন ছিল। সেই নির্বাচনে সন্ত্রাস তৈরি করেছে শাসক দল বলে অভিযোগ বিজেপির। তাই তারা আজ সারা রাজ্যজুড়ে বাংলা বন্‌ধ ডেকেছে। আজ বিজেপির ডাকা বন্‌ধকে প্রতিরোধ করতে এবং বাজার স্বভাবিক রাখতে পথে নামলো বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন সকাল থেকেই দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মুখার্জি ও দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধানের নেতৃত্বে গোটা শহরজুড়ে একটি মিছিল করা হয় এবং মাইকে করে প্রচার করা হয় যাতে কেউ দোকানপাট বন্ধ না করেন। তাই স্বাভাবিক ভাবেই দোকানপাট খোলা ছিল এবং যান চলাচলও স্বাভাবিক ছিল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক মুখার্জি, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পীযূষ পাণ্ডে, প্রাক্তন কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, নব নির্বাচিত কাউন্সিলার সনাতন পাল, প্রাক্তন কাউন্সিলার বিপ্লব মাহাতা সহ আরো অনেকে।