জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপির ডাকা বনধের আংশিক প্রভাব পড়ল জলপাইগুড়ি শহরে। পুরসভা নির্বাচনে ব্যাপক ছাপ্পা ভোট ও গন্ডগোলের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন চলছে। সোমবারের ডাকা বনধের আংশিক প্রভাব লক্ষ্য করা যায় শহরের সব জায়গাতেই।
কদমতলা, ডিবিসি রোড, মার্চেন্ট রোড, দিন বাজার, ইন্দিরা কলোনি বাজার, শান্তিপাড়া এলাকায় বনধের প্রভাব রয়েছে। এই সমস্ত এলাকায় বাজার ও দোকানপাট বন্ধ থাকলেও সবজি ও ছোট ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা চালিয়ে গেছেন। বনধ নিয়ে গন্ডগোল এড়াতে শহরের বিভিন্ন এলাকায় পুলিসি টহল রয়েছে। বিভিন্ন বিদ্যালয়গুলো খোলা থাকলেও ছাত্রছাত্রীদের দেখা মেলেনি। ব্যস্ততম রাস্তাগুলোতেও মানুষ ও যানবাহন কম চলাচল করেছে। তবে সরকারি অফিসগুলো খোলা রয়েছে সর্বত্র।