স্কুল যাওয়ার পথে অত দুর্ঘটনায় গুরুতর আহত তিন ছাত্রী,চাঞ্চল্য নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর এলাকায়।

0
382

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- আবারো পথ দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলের তিন ছাত্রী, করুণায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়, ঘটনায় জানা যায় সোমবার দুপুর নাগাদ শ্রীকৃষ্ণ পুর হাই স্কুলের তিন ছাত্রী বাড়ি থেকে মাধ্যমিকের এডমিট আনতে স্কুলে যাওয়ার সময় পিছন থেকে একটি গ্যাস ট্যাংকার গাড়ি ধাক্কায় গুরুতর আহত হয় ওই তিন ছাত্রী, জানা গিয়েছে ওই তিন ছাত্রীকে বাড়ি নন্দকুমার থানার বাসুদেবপুর এলাকায়, এরপর স্থানীয়দের তৎপরতায় আহত তিন ছাত্রীকে উদ্ধার করে, জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।