সুকান্ত পল্লী এলাকায় বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার ।

0
341

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার সোনামুখী কলেজের সামনে সুকান্ত পল্লী এলাকায় তাপস চ্যাটার্জি নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় চার ফুট লম্বা একটি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা । বনদপ্তর সূত্রে জানতে পারা যায় সুরজিৎ খান নামে এক যুবক তাপস চ্যাটার্জির বাড়িতে ভাড়া থাকেন তিনিই প্রথম এই বিষধর চন্দ্রবোড়া সাপটিকে দেখতে পান । তখন তিনি বনদপ্তরে খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যান । পরে সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয় ।

এ বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী জানান , পরিবেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে তাই সকলে একটু সতর্ক থাকবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here