শিবরাত্রি পুজো উপলক্ষে মহিলাদের লম্বা লাইন বক্রেশ্বরে।

0
205

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- মহা শিবরাত্রিতে শিবের জন্য উপবাস রেখে পূজার্চনা করেন ভক্তরা। আজ মহা শিবরাত্রি। মহিলাদের জন্য এই ব্রত বিশেষ ফলদায়ী। প্রচলিত ধারণা অনুযায়ী অবিবাহিত মহিলারা মহা শিবরাত্রির উপবাস রাখলে তাঁদের শীঘ্র বিবাহ সম্পন্ন হয়। আবার বিবাহিত মহিলারা নিজের সুখী জীবনের জন্য মহা শিবরাত্রির ব্রত পালন করেন। উল্লেখ্য, এদিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এদিন শিব ভক্তরা মন্দিরে গিয়ে শিবলিঙ্গে বেলপাতা, দুধ, ফুল, অক্ষত অর্পণ করেন। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর শিব মন্দিরে পূজার্চনা ও জল ঢালার জন্য ভক্তদের লম্বা লাইন দেখা যায়। বীরভূম জেলার একাধিক জায়গা থেকে ভক্তরা বক্রেশ্বরে আসেন এবং পুজো দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here