উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ তীর্থস্থান জ্বল্পেশ মন্দিরে চলছে শিবরাত্রির বিশেষ পুজো ,করোনা আবহের পরিবর্তন হওয়ায় এবার বসেছে বিখ্যাত জ্বল্পেশ  মেলাও।

0
340

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ তীর্থস্থান জ্বল্পেশ মন্দিরে চলছে শিবরাত্রির বিশেষ পুজো ,করোনা আবহের পরিবর্তন হওয়ায় এবার বসেছে বিখ্যাত জ্বল্পেশ  মেলাও।

দু বছর ধরে করোনা সংকটে উত্তরবঙ্গ সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের এই তীর্থ স্থানে আসা থেকে বঞ্চিত হয়ে ছিলেন তীর্থ যাত্রীরা, তবে এবার করোনার প্রকোপ অনেকটাই কমে যাওয়ায় , পূণ্য শিব চতুর্দশীর দিন থেকে আনাগোনা শুরু হয়েছে ভক্ত প্রাণ মানুষের,
শিবরাত্রি’ কথাটা দুটি শব্দ থেকে এসেছে। ‘শিব’ ও ‘রাত্রি’, যার অর্থ শিবের জন্য রাত্রী। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হলো আজ মহা শিবরাত্রি।
মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। তাই এটি কে শিব চতুর্দশী বলে অনেকে।
এদিন ভক্তি মনে ভোলেনাথের পুজো করলে, ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here