জলপাইগুড়ি পৌর নির্বাচনে বামফ্রন্টের মুখ রক্ষা করলো তেইশ নম্বর ওয়ার্ড।

0
409

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- যখন গোটা জলপাইগুড়ি শহরে উড়ছে সবুজ আবির ঠিক সেই সময় অনেকটাই অবাক করে দিয়ে তেইশ নম্বর ওয়ার্ডের অলিগলিতে লাল রঙের ছড়াছড়ি।
কারণ এই একটি মাত্র ওয়ার্ডে জয়ী হয়েছে বামফ্রন্ট মনোনীত সি পি আই এম প্রার্থী সঞ্চিতা পঞ্চানন ধর, তিনি পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী সুজাতা সরকার বর্ধনকে ,
নিজের এই জয়ের প্রসঙ্গে লাল আবিরে মুখ ঢাকা সঞ্চিতা দেবী বলেন,
এই জয় এলাকার মানুষের জয়,
জল নিকাশি সমস্যা সমাধান করাই হবে অন্যতম লক্ষ।

বাইট– সঞ্চিতা পঞ্চানন ধর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here