তাম্রলিপ্ত পুরসভায় ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ১৮টি,দুটি ওয়ার্ড দখল করল বিজেপি।

0
269

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল দখল করল ১৮টি ওয়ার্ড, বিজেপির ঝুলিতে পুরলো দুটি ওয়ার্ড, জানা গিয়েছে ১ নং ওয়ার্ডে ১৪১৩ ভোটে জয়ী হয়েছেন জয়ী তৃণমূল প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়,২ নং ওয়ার্ডে ১১২৮ ভোট জয়ী হয়েছেন তৃণমূলের বৈশাখি মাইতি,৩ নং ওয়ার্ডে ১৫৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের তৃপ্তি ভট্টাচার্য,৪ নং ওয়ার্ডে ৯৭৫ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের বিমল চন্দ্র ভৌমিক,৫ নং ওয়ার্ডে ১৯১ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুফিয়া বেগম,৬ নং ওয়ার্ডে ৩৩১ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের স্বস্তিকা দাস।৭ নং ওয়ার্ডে ৮৭৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের চন্দন দে ।৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সৌমেন চক্রবর্তী । জিতেছেন ১৫৪ ভোটে,৯ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের আনোয়ারা বেগম । জিতেছেন ১৭২৮ ভোটে।১০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের পার্থ সারথী মাইতি । জিতেছেন ৪৮২ ভোটে।১১ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের গৌতম কুমার পাল । জিতেছেন ৩৪০ ভোটে।১২ নং ওয়ার্ডে জয়ী তৃনমূলের লীনা মাভোই রায় । জিতেছেন ১১৯৮ ভোটে।১৩ নং ওয়ার্ডে জয়ী বিজেপির জয়া দাস নায়েক । জিতেছেন ১২০ ভোটে।১৪ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের বৈদ্যনাথ সিনহা। জিতেছেন ৮৪২ ভোটে।
১৫ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের সুব্রত রায় । জিতেছেন ২২৩ ভোটে।১৬ নং ওয়ার্ডে জয়ী দেবশ্রী দাস মাইতি । জিতেছেন ৭৮৭ ভোটে।১৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অলোক সাঁতরা । জিতেছেন ৪৪৬ ভোটে।১৮ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের কানাইলাল দাস। জিতেছেন ৩১২ ভোটে।
১৯ নং ওয়ার্ডে জয়ী বিজেপির সবরী চক্রবর্তী । জিতেছেন ১৮৫ ভোটে।২০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের চঞ্চল কুমার খাঁড়া । জিতেছেন ১১৩৪ ভোটে।