আবদুল হাই, বাঁকুড়াঃ পৌরসভা নির্বাচনে রাজ্য জুড়ে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের। আজ বাঁকুড়ার তিনটি পৌরসভা নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা অকাল হোলিতে মেতে উঠেছে। বাঁকুড়া পৌরসভা ২৪ টি ওয়ার্ড এর মধ্যে ২১ টি তৃণমূল কংগ্রেস, বিষ্ণুপুর পৌরসভা ১৯ টি ওয়ার্ড এর মধ্যে ১৩ টি তৃণমূল কংগ্রেস।সোনামুখী পৌরসভার ১৫ টি ওয়ার্ড এর মধ্যে ৯ টি তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার তিনটি পৌরসভা নিজেদের দখলে রাখলো তৃণমূল কংগ্রেস। একে একে জয়লাভের খবর আসতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবুজ আবির মেখে আনন্দে মেতে উঠলো।