আবদুল হাই, বাঁকুড়াঃ সোনামুখী পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ গোপাল রায় তেপান্ন ভোটে জয়লাভ করলো । দীর্ঘ কুড়ি বছর বামফ্রন্ট এই ওয়ার্ডের তাদের আধিপত্য বিস্তার করেছিল 2022 পৌর নির্বাচনে সেই আধিপত্যের অবসান ঘটিয়ে কৃষ্ণ গোপাল রায় বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী তপন দত্ত কে হারিয়ে 53 ভোটে জয়লাভ করলেন তিনি ।জয়লাভ করে আনন্দে মেতে উঠলেন।