৪-চার বারের প্রাক্তন পৌর প্রধান বিপুল ভোটে জয়ী দুবরাজপুরে।

0
333

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই সাথে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার নির্বাচনও সম্পন্ন হয়। উল্লেখ্য, দুবরাজপুর পৌরসভার ১৬ টি আসনের মধ্যে আগেই ৫ টি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে। আর আজ ভোট গণনার দিনে তৃণমূল কংগ্রেস ১১-০ ভোটে জয়ী হয়ে হোয়াইট্‌ ওয়াশ করে দিল বিরোধীদের। আজ দুবরাজপুরের বিভিন্ন ওয়ার্ডে দেখা গেল তৃণমূল কর্মীদের জয়োল্লাস। এমনই চিত্র ধরা পড়ল দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ৪-চার বারের প্রাক্তন পৌর প্রধান এবং ১ বারের কাউন্সিলর পীযূষ পাণ্ডে। তিনি এবার ১১২৯ ভোটে জয়লাভ করেছেন। ফলে স্বভাবতই খুশি এই ওয়ার্ডের মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here