জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয়কে মারধর করল এক কাবুলিওয়ালা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহরের মোহন্তপাড়া বাই লেন এলাকায়।
অভিযোগ, ওই কাবুলিওয়ালা অনলাইনে কোনও একটি জিনিস অর্ডার দিয়েছিলেন। বৃহস্পতিবার ওই জিনিসটি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন কুরিয়ার সার্ভিস সংস্থার এক ডেলিভারি বয় শুভম বর্মন। যদিও ওই জিনিসটি নিতে অস্বীকার করেন অভিযুক্ত কাবুলিওয়ালা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে কুরিয়ার সার্ভিস সংস্থার ডেলিভারি বয়কে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য ডেলিভারি বয়-রা। তারা বিক্ষোভ দেখালে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। কাবুলিওয়ালাদের অফিস ঘরে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।