বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের গোগড়া গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প।

0
251

সুদীপ সেন, বাঁকুড়া:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিভিন্ন জন কল্যাণ কারী পরিসেবা মানুষের কাছে সঠিক ভাবে ও দ্রুততার সাথে পৌঁছে দিতে দুয়ারে সরকার নামে প্রকল্প সূচনা করেন।

সেই পরিকল্পনা দারুন ভাবে সারা রাজ্যে সাড়া ফেলেছে।
অসংখ্য মানুষ এরফলে বিভিন্ন প্রকল্প থেকে উপকৃত হচ্ছে।

তৃতীয় পর্যায়ের সেই দুয়ারে সরকার ক্যাম্প ৩ রা মার্চ অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের গোগড়া গ্রাম পঞ্চায়েতে।

এই ক্যাম্প ঘিরে সাধারণ মানুষের ব্যপক উৎসাহ লক্ষ্য করা যায়।

এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী মতী সুস্মিতা কবিরাজ, জেলা পরিষদের সদস্যা মনী মান্ডি, প্রধান উত্তম মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সুভাষ চক্রবর্ত্তী, দীনবন্ধু মুখার্জী,শ্যামল মুখার্জী ও অন্যান্য আধিকারিক ও সদস্য গণ।