মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা,ক্যানিংয়ে তৃণমূলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল।

0
755

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েক্যানিং ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল হল ক্যানিংয়ে। বৃহষ্পতি বার দুপুরে ক্যানিং শহর কে প্রায় স্তব্দ্ধ করে দিয়ে বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল ক্যানিং শহরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে। এদিন মিছিলের নেতৃত্ব দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,ক্যানিং ১ ব্লক যুবতৃণমূল কংগ্রেসের সভাপতি অরিত্র বোস,জেলা পরিষদ সদস্য তপন সাহা,সুশীল সরদার সহ একাধিক যুবতৃণমূল নেতৃত্ব। এদিন বিশাল প্রতিবাদ মিছিলের জেরে সমগ্র ক্যানিং শহর দীর্ঘ প্রায় একঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে।
যুব তৃণমূল নেতৃত্বের দাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। ফলে আগামী দিনে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পিছপা হবে না।প্রতিবাদ মিছিলে প্রায় পাঁচ হাজার তৃণমূল কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছিলেন।