কেশপুর কলেজে প্রত্যেক বছরের মতো এই বছরও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।

0
699

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যেক বছরের মতো এই বছরও পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় শুরু হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, শুক্রবার বেলা নাগাদ কলেজে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডা: দীপক কুমার ভূঁইয়া, তবে মহামারি ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, ধীরে ধীরে এই ভাইরাসের প্রকোপ কিছুটা শিথিল হতেই ছন্দে ফিরছে স্বাভাবিক জীবনযাত্রা, জানা গিয়েছে দুইদিন ধরে চলবে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।