পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়দাবাড়ে আবগারি দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী গ্রহন করা হলো।একগুচ্ছ দাবীদাওয়ার মধ্যে ই – রিটেল পোর্টালের মাধ্যমে “দূয়ারে মদ” পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাতিল। বৃন্দাবনচক গ্রামপঞ্চায়েত এলাকায় গোপনে মদ বিক্রি বন্ধ।প্রকাশ্য দিবালোকে মদ্যপান না করা সহ একগুচ্ছ দাবীদাওয়া নিয়ে এদিন আবগারি দপ্তরের কোলাঘাট সার্কেলের ওসির কাছে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়।এইদিন কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক এলাকার মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়।
কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষ থেকে আবগারি দপ্তর এ বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।

Leave a Reply