বীরভূম, সেখ ওলি মহম্মদ- উত্তরপ্রদেশের বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে আটকানোর প্রতিবাদে আজ বীরভূম জেলার দুবরাজপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর কুন্ডুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হল দুবরাজপুর শহর জুড়ে।উল্লেখ্য, পশ্চিমবঙ্গে যেদিন পুরভোটে সেঞ্চুরি করল তৃণমূল, সেদিনই নরেন্দ্র মোদির গড় বারাণসীতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে, বারাণসী বিমানবন্দরে নেমে সড়কপথে বারাণসী ঘাটের দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটের প্রায় ২ কিলোমিটার আগে, একটি জায়গায় বিজেপি কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁকে। তাই তার প্রতিবাদে আজ দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা সদ্য নির্বাচিত কাউন্সিলার পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক মুখার্জি, প্রাক্তন উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাগর কুন্ডু সহ আরো অনেকে।