বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ী তে দলীয় কার্যালয় উদ্বোধন ও মিছিল সি, পি, আই ,এমের।

0
174

সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্যের রাজনৈতিক বাতাবরণ কিছুটা হলেও বদল হয়েছে।

গত বিধান সভা নির্বাচনে যে বিজেপির হাওয়া ছিল তা কলকাতা সহ অন্যান্য পুরসভার ফলাফলে ক্রমশ গভীর ভাবে ফ্যাকাসে হয়ে আসছে।

বাম থেকে রামে যাওয়ার প্রবণতা র কথা বলা হয়, তাও বিবর্ণ বর্তমানে।

পায়ের তলার মাটি শক্ত হচ্ছে বামেদের।

অবশ্যই এই ফলাফল উৎসাহ বাড়িয়েছে তাদের।

রাজ্য জুড়ে বাম কর্মী, ছাত্র, যুব রা রাস্তায় প্রতিবাদে আছে।

৩ রা ফেব্রুয়ারী বাঁকুড়া জেলার ছাতনা সি, পি,আই, এম লোকাল কমিটির পক্ষ থেকে আনিস হত্যার বিচার, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, স্থানীয় দাবি__ পাথর খাদান, বালি সরবরাহ চালু ইত্যাদি বিষয়ে একটি মিছিল করা হয় ঝাঁটিপাহাড়ী তে।
পরে সেখানে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি, জেলা কমিটির সদস্য যদুনাথ রায় এবং ছাতনা লোকাল কমিটির সদস্য গণ।
দলীয় কার্যালয় টি উদ্বোধন করেন জেলা সম্পাদক অজিত পতি।

বিজেপি দল থেকে প্রায় ৭০ জন কর্মী, সমর্থক সিপিআইএমে এদিন যোগদান করে বলে তাঁরা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here